২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৪ বৎসর মেয়াদী বেসিক বি এস সি নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

Advertisement of Birdem Nursing College
October 24, 2013
বারডেম নার্সিং কলেজ
১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ
শাহবাগ, ঢাকা-১০০০
ই-মেইলঃ  info@bnc-bd.org
Website: www.bnc-bd.org
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৪ বৎসর মেয়াদী বেসিক বি এস সি নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধিভূক্ত বারডেম নার্সিং কলেজ এ নিম্নোক্ত কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির নিমিত্তে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক। ভর্তির যোগ্যতা ও শর্তাবলি ঃ
১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. প্রার্থীকে এস এস সি এবং এইচ এস সি / সমমানের পরীায় জীববিদ্যা সহ বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। কোন অবস্থাতেই এস এস সি অথবা এইচ এস সি বা সমমানের পরীায় জিপিএ ২.৫০ এর নীচে গ্রহন যোগ্য হবে না।
৩. ২০১১, ২০১২ ও ২০১৩ সালে উর্ত্তীন এইচ এস সি বা সমমানের প্রার্থীরাই কেবল মাত্র আবেদন করতে পারবে।
৪. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরবর্তীতে বিবাহিত প্রমানিত হলে ষ্টুডেন্টশিপ বাতিল বলে গন্য হবে।
৫. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ২২ বৎসর হতে হবে। এভিডেভিট গ্রহনযোগ্য নয়।
৬. মৌখিক পরীায় পাশের পর নিজ খরচে স্থানীয় কর্তৃপ কর্তৃক নির্বাচিত ডাক্তার দ্বারা মেডিকেল পরীায় উর্ত্তীনরাই ভর্তির জন্য চুড়ান্ত বলে বিবেচিত হবে।
৭. ভর্তিকৃত ছাত্রীদের আবাসন সুবিধা দেয়া হবে।
৮. কোর্সে ভর্তি হওয়ার সময় শিাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কসিট জমা দিতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে উহা কলেজ অফিসে সংরতি থাকবে।
৯. সরকারী নিয়ম অনুযায়ী নিদিষ্ট কোটা অনুসরন করা হবে।
১০. কোর্স চলাকালীন সময়ে অন্য কোন শিা প্রতিষ্ঠানে অধ্যয়ন করা যাবে না। অন্যথায় প্রমান সাপেে কোর্স থেকে বহিস্কার করা হবে।
১১. কোর্স চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক প্রনীত বিধান ও নিজ নিজ প্রতিষ্ঠানের শৃংখলা যথাযথ ভাবে মেনে চলতে হবে।
১২. পুরুষ প্রার্থীদেরকে নিজ দায়িত্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
১৩. অসম্পুর্ন ও ভূল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল হবে।
১৪. ভর্তি পরীায় উর্ত্তীণ প্রার্থীদের েেত্র পরবর্তীতে কোন তথ্য ভূল পাওয়া গেলে তাহার ভর্তি বাতিল করা হবে।
১৫. ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
খ। ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলী ঃ
১৬. ভর্তির আবেদন ফরম এবং বিজ্ঞপ্তি Website বারডেম নার্সিং কলেজের www.bnc-bd.org, Website বারডেম জেনারেল হাসপাতাল www.birdem-bd.org, Website বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঢাকা www.dab-bd.org থেকে ডাউন লোড করে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদন ফরম Òবারডেম নার্সিং কলেজÓ এর নামে ৫০০ (পাঁচ শত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফ্ট / পে-অর্ডারের মূল কপি সহ আবেদন ফরম অধ্য, বারডেম নার্সিং কলেজ, ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা - ১০০০ ঠিকানায়  পাঠাতে হবে।
১৭. এছাড়া অফেরতযোগ্য নগদ ৫০০ (পাঁচ শত) টাকা বারডেমের যে কোন ক্যাশ কাউন্টারে জমাদান সাপেক্ষে পুরণকৃত আবেদন ফরমের সঙ্গে মানি রিসিট (হাসপাতাল কপি) যুক্ত করে আবেদন ফরম ২০৮ নং করে সামনে রক্ষিত বক্সে জমা দেয়া যাবে।
১৮. বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে অফিস চলাকালীন সময়ে (সকাল ৮ঃ০০ থেকে ১ঃ৩০ পর্যন্ত) ভর্তির আবেদন ফরম মেইন গেইটে রিসিপশন কাউন্টার হতে সংগ্রহ করা যাবে এবং ২১.১১.২০১৩ তারিখ বেলা ২.০০ টার মধ্যে জমা দিতে হবে।
১৯. এসএসসি/ এইচএসসি/ সমমানের পরীার ফলাফল এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
২০. চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফলের সঙ্গে ভর্তির জন্য নির্ধারিত আসনের অতিরিক্ত মেধাভিত্তিক ৫০% প্রার্থীর অপেমান তালিকা প্রকাশ করা হবে। ভর্তির শেষ তারিখে যেসব আসন শুন্য থাকবে তা অপেমান তালিকা থেকে মেধাভিত্তিক ক্রমানুসারে পূরন করা হবে।
২১. সঠিক ভাবে আবেদনকারী প্রার্থীদের নামের তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ দ্বিতীয় তলায় নোটিশ বোর্ডে এবং উল্লেখিত Web site এ পাওয়া যাবে।
গ। আবেদন পত্রের সঙ্গে নিম্নবর্নিত সত্যায়িত সনদপত্র ও ছবি জমা দিতে হবে ঃ
১. এস এস সি ও এইচ এস সি বা সমমানের পরীার একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
২. এস এস সি ও এইচ এস সি বা সমমানের পরীা পাশের সনদপত্র।
৩. নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
৪. প্রশংসাপত্র (কলেজের অধ্য কর্তৃক স্বারিত)।
৫. সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি (৬ কপি)। ছবিতে প্রার্থীর নাম লেখা থাকতে হবে।
৬. মৌখিক পরীার সময় সকল সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
বিশেষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী কলেজের অধ্যরে দপ্তর হতে অফিস চলাকালীন সময়ে জানা যাবে।


অধ্যক্ষ
বারডেম নার্সিং কলেজ

No comments:

Post a Comment